
রামকৃষ্ণ মিশন , কল্যাণী আগামী ২৭শে নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার, আশ্রম উন্নয়নকল্পে একটি আলোচনা সভার আয়োজন করেছে। সভার প্রথম পর্বে যুব সম্মেলন। সকাল সাড়ে নটায় শুরু এই সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন স্বামী সর্বপ্রিয়ানন্দ (মিনিস্টার-ইন-চার্জ, বেদান্ত সোসাইটি নিউ ইয়র্ক, ইউএসএ)। আলোচনার বিষয় - 'নতুন জীবনের খোঁজে'। এর সাথে থাকবে প্রশ্ন উত্তর পর্ব।
সভায় অংশগ্রহণের জন্য রামকৃষ্ণ মিশন কল্যাণীর ওয়েবসাইটে আপনার নাম নথিভুক্ত করুন। অংশগ্রহণ নিমিত্ত ২০০টাকা অনুদান আশা করা হয়েছে।
অনুষ্ঠান সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে এবং ৮:৩০ মিনিটে আশ্রমের গেট খোলা হবে।
বিঃ দ্রঃ - কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য নির্দিষ্ট এই আলোচনা সভায় নাম নথিভুক্ত করতে ১৫ই অক্টোবর, ২০২৫, বুধবার রামকৃষ্ণ মিশন কল্যাণীর ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবসাইটে নজর রাখুন। ওয়েবসাইট - kalyani.rkmm.org
মনে রাখার বিষয়:
১. অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ই-মেলে পাঠানো প্রবেশপত্রটি এবং বিদ্যালয়/ মহাবিদ্যালয়/বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিটি কার্ড সঙ্গে আনা বাধ্যতামুলক।
২. অনুষ্ঠান শুরুর আগেই নিজের আসন গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে।
৩. দুপুরে আশ্রমে প্রসাদের ব্যবস্থা থাকবে না। অনুষ্ঠানের শেষে অল্প জলযোগ সরবরাহ করা হবে।
৪. আশ্রমে অতিথি নিবাস নেই।
৫. অনুষ্ঠানে আপনার কোনো প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করুন।
৬. অনুষ্ঠান শুরুর ১ ঘন্টা আগে আশ্রমের গেট খোলা হবে।
৭. আশ্রম প্রাঙ্গণের সাজসজ্জা বজায় রাখতে সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। টিফেনের প্যাকেট এদিক ওদিক ফেলবেন না, দয়া করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুনI
৮. জুতা নির্দিষ্ট জায়গাতেই রাখুন।
৯. মোবাইল ফোন বন্ধ অথবা সাইলেন্ট মোডে অবশ্যই রাখতে হবে।
১০. সাইকেল, মোটরসাইকেল ও গাড়ী আশ্রমের বাইরে যথাস্থানে রাখুন।
১১. অনুগ্রহ করে অনুষ্ঠান চলাকালীন আশ্রম প্রাঙ্গনের বাইরে যাবেন না।
শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজি মহারাজের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা।
স্বামী দুর্গানাথানন্দ
সম্পাদক, রামকৃষ্ণ মিশন, কল্যাণী

Ramakrishna Mission, Kalyani, is going to organise a conference on Thursday, November 27, 2025, only for the youths in the Ashram premises. The Youth Convention will start at 9:30 AM and be featured by Swami Sarvapriyananda ( Minister-in-Charge, Vedanta Society of New York, USA ) as the main speaker. The topic of discussion is 'In Search of a New Life'. This will be followed by a Question-and-Answer session.
To participate in the conference, please register on the official website of Ramakrishna Mission Kalyani. A donation of ₹200 has been fixed for participation.
The program will begin at 9:30 AM, and the Ashrama gate will open at 8:30 AM.
N.B.: This program is specifically designed for the youth community aged 16 to 35 years. For Registration, please check Facebook, WhatsApp, or the official website of Ramakrishna Mission Kalyani on Wednesday, October 15, 2025. Website - kalyani.rkmm.org.
Points to Remember:
1.It is mandatory to bring the entry pass sent via email and the Identity Card of your school/college/university to participate in the event.
2. All are requested to take their seats before the program begins.
3. There will be no arrangements for Prasad at the Ashrama during the afternoon. Some snacks will be served at the end of the program.
4. The Ashrama does not have a guest house/accommodation facility.
5. If you have any questions during the event, please get in touch with the volunteers.
6. The Ashrama gate will open 1 hour before the start of the program.
7. All are sincerely requested to maintain the decorum and cleanliness of the Ashrama premises. Please do not litter snack packets; kindly dispose of them in the designated dustbins.
8. Please keep your shoes in the designated area.
9. Mobile phones must be switched off or kept in silent mode.
10. Please park bicycles, motorcycles, and cars in the designated area outside the Ashrama.
11. Kindly do not leave the Ashrama premises during the program.
May the Blessings of Sri Sri Thakur, Sri Sri Maa, and Swamiji Maharaj be showered upon you.
Swami Durganathananda
Secretary,
Ramakrishna Mission, Kalyani
