মন নিয়ে কথা
রামকৃষ্ণ মিশন , কল্যাণী আগামী ২৭শে নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার, দুপুর ২টোয় আশ্রম উন্নয়নকল্পে আয়োজন করা হয়েছে একটি আলোচনা সভার। সভায় সৎপ্রসঙ্গ করবেন স্বামী সর্বপ্রিয়ানন্দ (মিনিস্টার-ইন-চার্জ, বেদান্ত সোসাইটি নিউ ইয়র্ক, ইউএসএ) এবং স্বামী শাস্ত্রজ্ঞানন্দ (সম্পাদক, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর, কোলকাতা)। আলোচনার বিষয় - 'মন নিয়ে কথা'। এর সাথে থাকবে ভজন, নিবেদনে স্বামী শিবাধীশানন্দ (রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর, কোলকাতা)। সভায় অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন মিশন অফিস অথবা ওয়েবসাইটে। অংশগ্রহণ নিমিত্ত ৫০০টাকা অনুদান আশা করা হয়েছে।
অনুষ্ঠান দুপুর ২:০০ মিনিটে শুরু হবে এবং ১:০০ মিনিটে আশ্রমের গেট খোলা হবে।
বিঃ দ্রঃ - কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য উক্ত দিনেই (২৭ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার) সকালে (৯-৩০ মিঃ) একটি পৃথক আলোচনা সভা "নতুন জীবনের খোঁজে" অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে নাম নথিভুক্ত করার জন্য ১৫ই অক্টোবর, ২০২৫, বুধবার রামকৃষ্ণ মিশন কল্যাণীর ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবসাইটে নজর রাখুন।
মনে রাখার বিষয়:
১. অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ই-মেলে পাঠানো প্রবেশপত্রটি সঙ্গে আনা বাধ্যতামুলক।
২. যদি আপনি বাচ্চাদের সাথে নিয়ে আসেন, তাহলে তারা যাতে কোনও শব্দ না করে তা নিশ্চিত করার দায়িত্ব আপনার।
৩. দুপুরে আশ্রমে প্রসাদের ব্যবস্থা থাকবে না। অনুষ্ঠানের শুরুতে অল্প জলযোগ সরবরাহ করা হবে।
৪. আশ্রমে অতিথি নিবাস নেই।
৫. অনুষ্ঠানে আপনার কোনো প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করুন।
৬. অনুষ্ঠান শুরুর ১ ঘন্টা আগে আশ্রমের গেট খোলা হবে।
৭. আশ্রম প্রাঙ্গণের সাজসজ্জা বজায় রাখতে সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। টিফেনের প্যাকেট এদিক ওদিক ফেলবেন না, দয়া করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুনI
৮. জুতা নির্দিষ্ট জায়গাতেই রাখুন।
৯. মোবাইল ফোন বন্ধ অথবা সাইলেন্ট মোডে রাখতে হবে।
১০. সাইকেল, মোটরসাইকেল ও গাড়ী আশ্রমের বাইরে যথাস্থানে রাখুন।
১১. অনুগ্রহ করে অনুষ্ঠান চলাকালীন আশ্রম প্রাঙ্গনের বাইরে যাবেন না।
রামকৃষ্ণ মিশন কল্যাণীতে আগামী ২৭ শে নভেম্বর ২০২৫ তারিখে 'মন নিয়ে কথা' অনুষ্ঠানে নাম অনলাইনে নথিভুক্তি করনের যে ব্যবস্থা করা হয়েছিল সেটি এইমাত্র সম্পূর্ণ হওয়ায় আপাতত এই ব্যবস্থা বন্ধ রাখা হলো।
শ্রীশ্রীঠাকুর ও শ্রীশ্রীমায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা।
স্বামী দুর্গানাথানন্দ
সম্পাদক, রামকৃষ্ণ মিশন, কল্যাণী

